রিপন মৃধা
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু রনধীর কুমার দেব দীর্ঘদিন ভারতে চিকিৎসা শেষে গতকল্য সন্ধ্যা ৭.৩০ মিনিটি সময় শ্রীমঙ্গলে এসেছেন।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান আমাদের প্রানের স্বপ গণ মানুষের প্রিয় ব্যক্তিত্ব রনধীর কুমার দেব দীর্ঘদিন ভারতের মুম্বাইয়ে চিকিৎসা শেষে গত ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭ ঘটিকায় সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌছান পরে শ্রীমঙ্গলে পদার্পনে শ্রীমঙ্গলবাসী প্রিয় নেতাকে স্বাগত জানাতে স্টেশনে মিলনমেলায় মিলিয়েছিলেন।
চেয়ারম্যন মহোদয় এখন শারীরিক ভাবে মোটামোটি সুস্থ আছেন।
তিনি শ্রীমঙ্গলে নেমে প্রথমেই শ্রীশ্রী জগন্নাথ দেবের কৃপালাভ করে রূপসপুরস্থ দুর্গাবাগিতে হরিনাম সংকীর্তনে অংশগ্রহন করে নিজ বাসভবনে যান।
Leave a Reply