মুহাম্মদ আমির উদ্দিন কাশেম,স্টাফ রিপোর্টার।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের নৌকা মার্কার সমর্থনে গণসংযোগে নেমেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুলাউড়া উপজেলা ও শরীফপুর ইউনিয়নের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (১২জানুয়ারী) সকাল থেক সন্ধ্যা পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও স্পটে গণসংযোগ করা হয়।
নেতৃবৃন্দরা তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের নৌকায় ভোট দেয়ার জন্য বিভিন্ন কলা কৌশল করে প্রচারণা চালান।
গণসংযোগে অংশ নেন বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের কুলাউড়া উপজেলা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কুলাউড়া উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আসম কামরুল ইসলাম, কিছু কিছু স্পটে তাদের সাথে যুক্ত হন পৌরসভার নৌকার মাঝি অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ নিজেই।
এসময় উপস্থিত থেকে প্রচারণা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক ডাক্তার সালাহ উদ্দিন আহমেদ, শরীফপুর ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি মোঃ আতাউর রহমান আলতাফ, সাধারণ সম্পাদক মোঃ জুনাব খাঁন, ডাক্তার মাওলানা আমির উদ্দিন কাশেম, হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান মোঃ জসিম উদ্দিন জয়, মোঃ কামরুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মোঃ আমির উদ্দিন, মোঃ সায়েদ আহমদ প্রমুখ।
Leave a Reply