মুহাম্মদ আমির উদ্দিন কাশেম,স্টাফ রিপোর্টার:-
কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের চাতলা চেকপোস্ট ট্রান্সপোর্ট রোডের পাকা সড়ক হইতে হিদলী বাড়ী পর্যন্ত প্রায় একহাজার ফুটেরও বেশি রাস্তার বেহাল দশার অবসান ঘটালেন বাংলাদেশ আওয়ামীলীগ ১১নং শরীফপুর ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত ইউপি সদস্য মকদ্দুস আলী।
আজ সোমবার (১১জানোয়ারী) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় শরীফপুর গ্রামের এই রাস্তাটি বর্ষা মৌসুমসহ গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন অত্র গ্রামের শতশত মানুষ যাতায়াত করে। ওই পথে মসজিদ মাদ্রাসা স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও শিশু-কিশোরদেরও চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে কাদা জমে এই রাস্তায় চলাচলকারী মানুষের ভোগান্তি হতো। এবং বর্ষাকালীন সময়ে রাস্তাটি তলিয়ে জমিনের সমান হয়ে যায়।
এলাকার মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউপি সদস্য মকদ্দুস আলী কর্মসূচীর আওতায় রাস্তাটিতে মাটি ভরাট করছেন, এবং কাজ যাতে সুষ্ঠুভাবে করা হয় সেজন্য তিনি নিজে সেখানে উপস্থিত থেকে কাজ করাচ্ছেন, দেখা যায় তার সাথে এলাকার লোকজন সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মামুন আল বারী সেখানে কাজ পরিদর্শনে তার সাথে আছেন। তার কাজে এলাকার মানুষও বারবার নির্বাচিত ইউপি সদস্য মকদ্দুস আলীকে সাধুবাদসহ প্রশংসা জানায়।
Leave a Reply