স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলার প্রতিনিধি:-
সিলেট রানার্স কমিউনিটির আয়োজনে,
Brandslancer Sylhet Half Marathon 2020
শুক্রবার (০৪ ডিসেম্বর ) অনুষ্ঠিত হতে যাওয়া ২১ কিলোমিটার মিনি ম্যারাথন। এতে এক হাজারের বেশি দৌড়বিদ অংশগ্রহন করেন। শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের কিনব্রিজ এলাকা থেকে এই ম্যারাথন শুরু হয়।
হাফ ম্যারাথনের দৈর্ঘ্য ২১ দশমিক ১ কিলোমিটার। এতে অংশ নেন প্রায় ৪০০ জন। বাকিরা অংশগ্রহন করেছিলো ৭ দশমিক ৫ কিলোমিটারের মিনি ম্যারাথনে।
দেশে চলমান করোনা ভাইরাস
পরিস্থিতির জন্য সবাই স্বাস্থ্য বিধি মেনেই দৌড়ে অংশগ্রহণ করে।
সিলেট হাফ ম্যারাথন ২০২০’
দুটি বিভাগে এ আয়োজনে ১৩ থেকে ৭০ বছর বয়সী দৌড়বিদেরা অংশ নেন।
এ দৌড় প্রতিযোগিতাটি ঐতিহ্যবাহী
কিনব্রিজ থেকে ম্যারাথন শুরু হয়ে নগরের শেখঘাট, রিকাবীবাজার, নয়াসড়ক, শাহি ঈদগাহ, বড়বাজার, খাসদবির, বিমানবন্দর সড়ক হয়ে লাক্কাতুরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
লাক্কাতুরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে
থেকে সকাল ছয়টায় শুরু হয়ে ৫ কিলোমিটার রাস্তা
এয়ারপোর্ট রোড হয়ে পুনোরায় লাক্কাতুরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এসে শেষ হয়।এতে অংশগ্রহণ করে ১৫০ জন অংশগ্রহণ করেন
তাদের মধ্যে নবীগঞ্জের ৪ জন তরুন, নবীগঞ্জ লাল- সবুজ সাইক্লিং ক্লাব এর সভাপতি মোঃ মাজহারুল ইসলাম তারেক, উক্ত ক্লাব এর দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন বোরহান, সদস্য জাবের হোসেন,
মাছুম খান তাহারা নির্ধারিত সময়ের আগেই হাফ ম্যারাথন ২১ কিলোমিটার পথ সম্পন্য করে।
লাল- সবুজ সাইক্লিং ক্লাবের, তারেক বলেন,
মাদকমুক্ত জীবন আনন্দের
মাদকাসক্ত জীবন কষ্টের।
ধুমপান থেকেই মাদকের নেশা শুরু হয়
তাই ধুমপান কখনো নয়,
আসুন মাদক মুক্ত থাকি
তাই বড়দের কথা শুনুন, ছোটদের সঙ্গে প্রাণ খুলে কথা বলুন, এক সাথে ঘুরাঘুরি করুন। আত্নহত্যা প্রবনতা থেকে বাচুঁন,জীবন একটাই জীবনকে উপভোগ করুন।
আমরা সবাই তারুণ্য মিলে মাদক ও হলুদ নেশা মুক্ত থাকি আনন্দময় অ্যাডভেঞ্চার ভ্রমন করি দেশ-বিদেশকে জানি। আর নিজে
ম্যারাথন দৌড় /সাইক্লিং করি এবং অপরকে দৌড় সাইক্লিং করতে উৎসাহিত করি। আমরা তারুণ্যকে সুস্বাস্থ্যের পথে এগিয়ে নিতে এই ইভেন্টের অংশগ্রহণ করছি। একজন দৌড়বিদ/ সাইক্লিষ্ট কখনোই মাদকাসক্ত হতে পারবে না।
আমরা এই আয়োজন অংশগ্রহণ করে সবাইকে দৌড়ের / সাইক্লিং এর প্রতি
আকর্ষিত করতে চাচ্ছি। উক্ত আয়োজনে বিজয়ী দের মেডেল / ত্রুেষ্ট প্রদান করা হয়, এবার সিলেটের ঐতিহ্যবাহী নাগরী লিপিকে প্রাধান্য দিয়ে জার্সি
বর্ণিল সাজে সাজানো হয়
এবং পুরস্কার মেডেলে তা ব্যবহার করা ছিলো।
উক্ত আয়োজনে
বক্তব্য রাখেন- সিলেট এর জেলা প্রশাসক মহোদয় .,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শফিউল আলম চৌধুরী নাদেল।
সিলেট রানার্স কমিউনিটির সমন্বয়ক মনজুর আহমেদ আরিফ, প্রমুখ।
Leave a Reply