মুহাম্মদ আমির উদ্দিন কাশেম,স্টাফ রিপোর্টার।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আগমনী শীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কায় তা মোকাবিলার জন্য “মাক্স সপ্তাহ” উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়নসহ কুলাউড়া থানা পুলিশ কর্তৃক র্যালী ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সহ মাস্ক ব্যবহারের জন্য জনসাধারণকে শপথ বাক্য পাঠ করানো হয়।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারা দিন ব্যাপি কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও থানার ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে পৌরশহর এলাকায় দিনব্যাপী এই কার্যক্রম চালায় কুলাউড়া থানা পুলিশ।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় গণমাধ্যমকে জানান, করোনাভাইরাসের দ্বিতীয় দফা আক্রমণ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া তিনি করোনার সংক্রমণ এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাতধোয়া, হ্যান্ডশেক-কোলাকুলি বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে পরামর্শসহ শপথ বাক্যও পাঠ করান।
Leave a Reply