ওসমান গনি,লালমনিরহাট।
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলায় চৌধুরীর মোড় নামক স্হানে বাস চাপায় অটোরিক্সার যাত্রী মা ও ছেলে নিহত এবং আহত হয়েছেন আরও ৫ জন।
২৬ নভেম্বর,বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩২) ও তার ছেলে সাজেদুল ইসলাম(৩)।
স্থানীয়রা জানায়, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক স্বজনকে দেখার জন্য সকালে নিজেদের অটোরিক্সায় চড়ে রওয়ানা দেন বদিউজ্জামান,মঞ্জিলা বেগম ও তাদের সন্তান সাজেদুলস সহ আরও চার যাত্রী।তাদের অটোরিক্সাটি চৌধুরীর মোড় এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি বাস অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মঞ্জিলা।
পরে স্থানীয়রা বাবা-ছেলেসহ আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাজেদুলকে মৃত ঘোষণা করেন।
আহত ৫ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বদিউজ্জামান নিজেই তার অটোরিক্সাটি চালনা করতেছিলেন।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো.সাজ্জাদ হোসেন বলেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে কিন্তু ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply