লিটন মুন্ডা,চুনারুঘাট প্রতিনিধি।
চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের পূজনীয় সুভদ্রা বৈষ্ণবী মাতাজীর সুস্বাস্থ্যর কামনায় গতকাল ২০ নভেম্বর রাতে পূর্বটিলা,পশ্চিমটিলা,ধর্মনাথ,ডুলনা,দরগাবিল,কচাপাড়া,মুড়াটলির ৫ শতাধিক ভক্তদের আগমন ঘটে নালুয়া আড়ংবিল আখড়ায়।
উক্ত অনুষ্টানটি শুরু হয় গুরু বন্দনা,গৌর আরতী,তুলসী আরতী,নৃসিংহদেবের আরতী এবং গুরু মায়ের মঙ্গল ও সুস্বাস্থ্যর জন্য ৫ শতাধিক দীপদান করা হয়।
শ্রীমদভগবত গীতা আলোচনা করেন ভক্তিবৃক্ষ বিভাগে, হবিগঞ্জ ইসকনের সদস্য শ্রীদেব শয়ন কৃষ্ণদাস ভৌমিক।
রাত ১১টা ৩০মিনিটে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমেই অনুষ্টানের সমাপ্তি ঘটে।
Leave a Reply