ওম প্রকাশ বাউরী,বিশেষ প্রতিনিধি।
প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ ও উন্নয়ন পরিষদ,৫ নং শানখলা ইউনিয়ন,চুনারুঘাট,হবিগঞ্জ জেলায় গঠিত হওয়ার পর হতে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।
তারই অংশ হিসেবে আজ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের অন্তর্ভুক্ত ডেউয়াতলী গ্রামের মাসুক মিয়ার মেয়ে প্রতিবন্ধী তানিয়াকে ১ টি বড় ছাগল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ ও উন্নয়ন পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম সুমন,ছাগল গ্রহীতা তানিয়ার মা বাবাসহ ডেউয়াতলী গ্রামের বেশ কয়েকজন।
ছাগল প্রদানে যেসব দানশীল ব্যক্তিবর্গ অর্থায়ন করেছেন তারা হলেন জনাব আলাউদ্দিন সাহেব,জনাব সোহাদ সাহেব, জনাব জসীমউদ্দিন সাহেব ও জনাব মোশাররফ হোসেন সাহেব। ছাগল গ্রহীতা তানিয়া,মা ও বাবার অনুভুতি জানতে চাইলে তাঁরা জানান ছাগল পেয়ে আমরা অত্যন্ত খুশি। মহান রব যেন দানশীল ভাইদের দান কবুল করে নেন এই দোআই করছি। প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ ও উন্নয়ন পরিষদ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম সুমন বলেন, প্রতিবন্ধীদের জন্য আমরা বহুদিন পূর্ব থেকেই কাজ করে যাচ্ছি এটা নতুন নয়। এর পূর্বে আমরা পরিষদের মাধ্যমে প্রতিবন্ধীদেরকে গাভী,একাধিক সেলাই মেশিন দোকান ইত্যাদির ব্যবস্থা করেছি। ভবিষ্যতে আমরা কর্মসংস্থানের জন্য কম্পিউটার , রিকশা, হাস মুরগী ও প্রদান করার প্রজেক্ট রয়েছে এসব কাজ সম্পন্ন করতে তিনি দেশে ও প্রবাসে অবস্থানরত ধনাঢ্য দানশীল সহযোগিতা কামনা করেন।
Leave a Reply