স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলার প্রতিনিধি।
নবীগঞ্জ সেজু হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে রিক্সা, অটোরিক্সা মিশুক শ্রমিক ইউনিয়ের পক্ষ থেকে এক মানবন্ধনের আয়োজন করা হয়।গতকাল শনিবার সকাল ১১ টার সময় নবীগঞ্জ নতুন বাজার মোড়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে রিক্সা অটোরিক্সা মিশুক শ্রমিক ও ইউনিয়নের নেত্বি বৃন্ত উপস্থিত ছিলেন।এসময় সেজু হত্যায় জড়িতদের বিচারের মাধ্যমে ফাসি কার্যকর করার জন্য বক্তব্য প্রদান করেন বক্তরা। উল্লেখ গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহর পুত্র আবেদ উল্লাহ সেজু (১৮),ব্যটারি চালিত অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বেড় হলে বাড়িতে আর না ফিরায় পরিবারের লোকজন খুজাখুজি করতে থাকেন অবশেষে তার সন্ধান কোন জায়গায় না পেয়ে থানায় গিয়ে জিডি করেন। এক পর্যায়ে পুলিশ নিখুজ হওয়ার ৪ দিন পর নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর এম আর সি ব্রিক ফিল্ডের পাশে মরদেহটি পুলিশ গিয়ে উদ্ধার করে।সেজু মিয়ার চালিত অটোরিক্সা ছিনতাই করার জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে।এর সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলার প্রতিনিধি
মোবাইল : ০১৭০৩-৫৬৮৮৯৮
Leave a Reply