রিপন মৃধা।
শ্রীমঙ্গলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং৷ দুই টাকায় প্যাকেট করা খাবার দুপুরে দুস্থ অসহায়দের মাঝে বিতরণ করেন তারা।
সংগঠনটির উদ্যোগে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে (১০নভেম্বর) মঙ্গলবার দুপুরে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব অসহায় মানুষের হাতে এসব খাবার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এতে আরো উপস্থিত আরো ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন, ডা. এনাম উর রশীদ দিপু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমতাদ হোসেন চৌধুরী ইমু, সংগঠনটির শ্রীমঙ্গল কমিটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান, রিমু চৌধুরী, তাসনিম চৌধুরী, রাকান মোহাম্মদ ও ওয়াসিফ আহমদ প্রমুখ।
করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ গুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্যই তাদের এ উদ্যোগ৷ খাবারের বিনিময়ে দুই টাকা নেওয়া প্রসঙ্গে সংগঠনটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান বলেন, “আমরা চাই না আমাদের সেবা ফ্রীতে নিয়ে কারো আত্মসম্মানে আঘাত লাগুক। তাই আমরা দুই টাকা করে রাখি যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা নিতে পারেন৷
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এটি নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। যুবকদের এই উদ্যোগের সাথে সমাজের বিত্তবানরাও শামিল হতে পারে। তিনি বলেন এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায়দের সেবা করার সুন্দর একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।
Leave a Reply