নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে আমীর হামজা নামে (৩) এক শিশুকে খুনের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক জুনাইদ মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে পুলিশ একটি টমটম ইজিবাইকের গ্যারেজ থেকে শিশু আমীর হামজার মরদেহ উদ্ধার করে।
নিহত আমীর হামাজা উপজেলার দাউদপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় জুনাইদ মিয়া শিশু আমীর হামজাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক্ষণ হয়ে গেলেও ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজতে বের হন। এক পর্যায়ে গ্রামের একটি টমটম ইজিবাইকের গ্যারেজে আমীর হামজার মূখ বাঁধা অচেতন দেহ পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানসহ প্রশাসনের লোকজন।
এ সময় পুলিশ অভিযান চালিয়ে নিহত শিশু আমীর হামজার চাচাতো ভাই জুনাইদ মিয়াকে আটক করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশু আমীর হামজাকে খুন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার চাচাতো ভাইকে আটক করা হয়েছে।
Leave a Reply