আশিকুর রহমান সুজন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাপলাবাগ আ/এ গৌতম দাসের মেয়ে কান্তা দাস তার স্বামীর অধিকার ফিরে পেতে স্বামীর বাড়ীতে গত দুইদিন যাবৎ অনশন শুরু করে।
আজ ৩১- ১০ ২০২০ শনিবার সকাল থেকে মুটোফোনে কল আসতে থাকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যোম ফেসবুকে দেখতে পেয়ে জাতিসংঘ (U.N) তালিকাভূক্ত
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার একটি পর্যবেক্ষণ দল ঘঠনাস্হলে উপস্তিত হয়।
মেয়ে কান্তা দাস, পিতা গৌতম দাস, শাপলাবাগ আ/এ শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
ছেলে কিশোর গোস্বামী, পিতা প্রানকৃষ্ণ গোস্বামী, উত্তরসুর মধ্যেপাড়া, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন, শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার।
Leave a Reply