নিজস্ব প্রতিবেদক
মোস্তফা জানে রহমত পে লাখো সালাম…..
নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নে পালিত হলো ১২ রবিউল আউয়াল,পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)।
পবিত্র মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন শাখার বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার আয়োজনে মোবারক শোভা যাত্রা বের করা হয়।
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ধ্বনিতে মুখরিত হয় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়ন ।
শুক্রবার সকাল ৮.৩০মিনিটে গাজিপুর সিএনজি ষ্টেশন হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিশাল জশনে জুলুছ নিয়ে আনন্দ স্লোগান দিয়ে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন বাজার ঈদগাহ মাঠে জমায়েত হন।
শোভা যাত্রাতে আসন্ন পবিত্র জশনে জুলেছে ঈদে মিলান্নবী (সা:) স্বাগত জানিয়ে বিভিন্ন কলেমা ও বানি খচিত ব্যানার ফেস্টুন ছিল। শোভা যাত্রাতে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ষাড়েরগজ,নোয়াগাঁও,পুরানগাঁও,মাঝেরগাঁও,ছিড়িগাঁও,ঘাঠিবস্তি,সাইটুলা,ইজারাগাঁও,বনগাঁও,বিহাড়ি বস্তি,জাম্বুরা ছড়া,খলিলপুর,গুলগাঁও,খারিজ্জমা,তেলিআব্দা,সিক্কা,ডোবাগাঁও,দক্ষিণটুক,হুগলিয়া,কুঞ্জবন,বেলতলি,মন্দিগাঁও,ইসলামপুর,সিন্দুরখাঁন বাজার,শান্তিনগর গ্রাম থেকে হাজার হাজার মুসলীরা অংশ নেন।
শোভা যাত্রা শেষে সিন্দুরখাঁন বাজার ঈদগাহ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply