শ্রীমঙ্গলে অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান।
-
প্রকাশিত :
শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
-
১৮২
বার পড়া হয়েছে
আজ সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি,শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টার যৌথ উদ্যোগে অসহায় শিশু রাহিম এর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
শ্রীমঙ্গল উপজেলার খারিজ্জমা গ্রামের অসহায় রাহিম এটলান্সি রক্ত দূষিত রোগে সাড়া শরির ফুলে যাচ্ছে। অসহায় শিশু রাহিমের মা বাবা কেও নেই নানির কাছে লালিত পালিত হচ্ছে বিষটি জেনে
প্রধান উপদেষ্টা তফাজ্জল হোসেন মানিক,কুয়েত প্রবাসী
উপদেষ্টা মোঃ ফজলু মিয়া,কুয়েত প্রবাসী।
উপদেষ্টা আব্দুস সামদ আদর,কুয়েত প্রবাসী
এবং উপদেষ্টা ছালেক মিয়া,কুয়েত প্রবাসী
এই শিশুটির চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়ান।
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখা পরিবার করোনা কালীন সময়ে মানুষের দুঃসময়ে এই পর্যন্ত ১২২৬টি গরিব অসহায় পরিবারকে বিভিন্ন ভাবে খাদ্য সহায়তা,নগদ অর্থ সহায়তা, লকডাউন কৃত বহু পরিবার ও করোনা আক্রান্ত পরিবারের মাঝে বিশেষ খাদ্য সামগ্রী সহায়তা এবং পুষ্টিকর ফল উপহার পৌছে দিয়েছে।
আজকের নগদ অর্থ প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন
সভাপতি মোঃ আশিকুর রহমান সুজন।
সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশাহিদ হোসেন।
নসাধারণ সম্পাদক স্বপন কুমার প্রধান।
যুগ্নসাধারন সম্পাদক মোঃ রাজু আহমেদ।
মোঃ অরুণ মিয়া,খারিজ্জমা।
মোঃ মিল্লাত হোসেন,সহ-সভাপতি,বেলিপুষ্প শিশু ও সমাজ পর্যবেক্ষণ সংস্থা।
মোঃ মিজানুর রহমান (আব্দুল হাই),সভাপতি আদর্শ বন্ধু সংঘ।
এবং মোঃ রাজিব আহমেদ।
সাকসেস পরিবারের এ কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বলে সংঘঠনের সংশ্লিষ্ট জানান
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
Leave a Reply