আবেদ আহমেদ।
শ্রীমঙ্গল উপজেলার ২ নং ভূনবী ইউনিয়নের উপ নির্বাচনে ৩নং ওয়ার্ডের ভূনবী জামে মসজিদ এর নামাজ বন্ধ করে ভোট কেন্দ্র পরিচানা করায় স্থানীয় জন প্রতিনিধি বা মসজিদ কমিটি সমালোচনার মূখে,স্থানীয় যুব সমাজ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মসজিদ কমিটির সভাপতি মাওলানা মঈন মিয়া,সাধারণ সম্পাদক আমান মিয়া ও সদস্য লেবু মিয়া বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে জানান এলাকাবাসী,এ নিয় অদ্য রোজ শুক্রবার ২৩ ই অক্টোবর মসজিদ কমিটি কাছে স্থানীয় যুবক প্রশ্ন করেন যে কি ভাবে নামাজ বন্ধ করে মসজিদে ভোট গ্রহণ হলো,,প্রশ্নের উওরে অস্বিকার করেন কমিটির সভাপতি সহ অন্য সদস্য রা,এক পর্যায়ে মসজিদ কমিটির সদস্য লেবু মিয়া নাজমুল হক নামে এক কিশোর কে চর থাপ্পর মারে,এটি আরো সমালোচনার মাধ্যমে তৈরি করলো ধর্ম প্রাণ মুসলমান ও সচেতন মহলের উদ্বেগ প্রকাশ,কি করে উপজেলা নির্বাচন কমিশন ও স্থানিয় জনপ্রতিনিধি এমন করলো এবং নির্বাচন প্রতিদন্ধী কি ভাবে বিষটি এরিয়ে ক্ষমতার লোভে এমন নেক্কার জনক কাজে সহায়ক ভুমিকা পালন করলো।
Leave a Reply